• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশকে হারালেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়বে আফগানরা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিশ্ব রেকর্ডের দোড়গোড়ায় দাঁড়িয়ে আফগানিস্তান ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ রোববার বাংলাদেশকে হারাতে পারলে টানা ১২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ জেতার রেকর্ড গড়বে রশিদ খানের দল।
গতকাল শনিবার জিম্বাবুয়েকে হারিয়ে টানা ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়ে নিজেদের রেকর্ড স্পর্শ করেছে আফগানিস্তান। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা।
এর আগেও ২০১৭-২০১৮ মৌসুমে এমন নজির গড়েছে রশিদরা। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ১১টি ম্যাচ জয়ের রেকর্ড তাদেরই আছে। আজ বাংলাদেশকে হারাতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করবে রশিদ খানের দল।