• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অধিনায়ক সাকিবের যে কথায় হেসেছে আফিফের ব্যাট

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ক্যারিয়ারের ২য় টি-টোয়েন্টি ম্যাচে এসেই নায়ক হলেন আফিফ হোসেন। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছেন ম্যাচ সেরাও। ম্যাচ শেষে জানালেন অধিনায়কের একটা কথাই তার কাজে লেগেছে।
তো কী কথা? আফিফ বলেন, ‘অধিনায়ক তাকে বলেছেন নিজের মতো করে খেলতে।’ এটাই ছিল আফিফের ভালো করার মূলমন্ত্র। কোনো চাপ না নিয়ে নিজের মতো করে খেলে দলকে জেতান তিনি।
হাফসেঞ্চুরি করার উদযাপনও করেননি একবারে জিতেই উদযাপন করবেন বলে। কিন্তু জয়ের খুব কাছাকাছি এসে আউট হন এই বাহাতি ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ৫২ রান।
কোচের সঙ্গেও বেশি কথা হয়নি আফিফের। ম্যাচ শেষে তাকে অভিনন্দন জানিয়েছেন কোচ। অধিনায়কের মতো কোচও তাকে বলেছিলেন নিজের মতো করে খেলতে।