• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের এটি তিন নম্বর টেস্ট। অথচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব-মুশফিকদের বিপক্ষে আফগানরা যেভাবে খেলছেন, তা বোঝা বড় দায়। ব্যাট হাতে দুর্দান্ত খেলার পর বল হাতেও তারা সফল। টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে জয় থেকে মাত্র চার বল দূরে আছেন রশিদ-নবীরা। কিন্তু আজ রোববার সকাল থেকেই হানা দেওয়া বেরসিক বৃষ্টি আবার ফিরে আসে।
৩৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৩৬ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ২৬২ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ৩৯ ও সৌম্য সরকার শূন্য রানে। বৃষ্টির কারণে খেলা এখনো বন্ধ রয়েছে। একমাত্র বৃষ্টিই বাংলাদেশকে বাঁচাতে পারে লজ্জা থেকে।
দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করে আফগানিস্তান। সাকিব-মুশফিকদের জিততে হলে পার হতে হবে ৩৯৮ রানের পাহাড়। গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটে এর আগে ৩৯৭ রানের বেশি তাড়া করে জয়ের ঘটনা মাত্র চারবার ঘটেছে।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৪২ রেকর্ড রানের পর দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রান করে আফগানরা। বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ২০৫ রান করায় ১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল রশিদ-নবীরা। সাকিবকের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৩৯৭ রান!
বাংলাদেশকে এই রানের পাহাড় টপকে জিততে হলে রেকর্ড গড়তে হবে। এর আগে কখনো ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি টাইগাররা। আফগানদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন ইবরাহীম জাদরান। তার ব্যাট থেকে আসে ৮৭ রান। এর আগে গত ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত আসগর আফগান এই ম্যাচেও ৫০ রান করেন। ৪৮ রানে অপরাজিত থাকেন আফসার জাজাই।
টাইগারদের হয়ে একমাত্র সফল বোলার সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে এই বাঁহাতি অলরাউন্ডার সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।