বি৭১নি ডেস্ক :
বিশ্বকাপে টনা ব্যর্থতার পর শ্রীলঙ্কা সিরেজেও ব্যর্থ টাইগারদের ওপেনিং জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওপেনিং জুটি ভাঙে মাত্র ১ রানেই। আজ দ্বিতীয় ওয়ানডেতেও বেশিদূর যেতে পারেননি তামিম-সৌম্য। ব্যক্তিগত ১১ রানে সৌম্য আউট হলে টাইগারদের ওপেনিং জুটি ভাঙে ২৬ রানে। সৌম্য ফিরে যাওয়ার পাঁচ রান পরেই আউট হন তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহীম (০) ও মোহাম্মদ মিথুন (১)।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। আজ
রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলাটি শুরু হবে।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে। পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে একাদশে রাখা হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে।
শ্রীলঙ্কা নেমেছে দুই পরিবর্তন নিয়ে। থিসারা পেরেরা দল থেকে বাদ পড়েছেন, আর মালিঙ্গা অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। এই দুইজনের পরিবর্তে দলে এসেছেন উদানা ও আকিলা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও উদানা।