বি৭১নি ডেস্ক :
দেশে ফিরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্স থেকে শুরু করে কোচ-নির্বাচক ইস্যু নিয়ে প্রায় এক ঘণ্টার মতো কথা বলেছেন, জবাব দিয়েছেন নানা প্রশ্নের। তার কথায় উঠে এসেছে দীর্ঘ দিন ধরে চলে আসা নানা সমস্যার চিত্র।
বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাঁচ দিনের ছুটি। বিসিবি সভাপতি কোনোভাবেই মানতে পারছেন না এটা। তার মতে, খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয় এমন বিরতিতে। কিন্তু বোর্ড পরিচালকরা ইংল্যান্ডে থাকা সত্ত্বেও কেন এমন হচ্ছে? পাপন বলেন, দীর্ঘ দিন ধরেই হয়ে আসছে এটা।
বিসিবি সভাপতি বলেন, ‘অনেকদিন ধরেই হচ্ছে এই জিনিসটা। আজকেই প্রথম না। এখন যদি প্রশ্ন করি সমস্যাটা হচ্ছে কোথায়? আমাদের আকরাম ছিল, সুজন ছিল ওরাও তো জানে না। ছুটি হয়ে যাওয়ার পরে জানলো। তাহলে তো লাভ হচ্ছে না। ব্যাপারটি হলো তখন জেনে লাভ হচ্ছে কি?’
তার মতে এমন আগে কখনো হয়নি। ‘এগুলো তো এর আগে কখনও হয়নি। তাই এখানে অবশ্যই সমস্যা আছে। এটা নিয়ে কথা বলার কিছু নেই। আমরা মনে করেছি এটা দিয়ে হবে না। আমরা বলছি না যে সে খারাপ। সে অনেক ভালো। আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে চলছে এটা টোটালি ডিফরেন্ট’ এভাবেই ব্যাখ্যা দিচ্ছিলেন দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার প্রধান।
পাকিস্তানের বিপক্ষে মাঠে থাকার কথা ছিল না মাশরাফী-মুশফিকের। কিন্তু তবুও তাদের দেখে হতবাক তিনি। পাকিস্তানের বিপক্ষে একাদশ গঠনের উদাহরণ দিয়ে পাপন বলেন, ‘টিম সিলেকশন বলবেন, আমি আগেরদিন সাড়ে ১১টা পর্যন্ত টিমের খেলোয়াড়দের সাথে। ওখানে একটা প্ল্যান হয়েছে। মুশফিকের হাতে স্লিং লাগানো। মুশফিক স্কোয়াডে ছিল না। মাশরাফি আগের দিন থেকেই নেই। প্র্যাক্টিসও করেনি প্ল্যানিং স্ট্রাটেজিতেও ছিল না। মাশরাফিও ছিল না ওই ম্যাচে। আমরা স্কোয়াড ঠিক করলাম। সব ঠিক হলো। কোচ ওয়াজ দেয়ার, এভরিবডি দেয়ার। পরদিন মাঠে দেখি অন্য টিম নামছে।’
এতকিছুর পরেও পাপন মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশ সফল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া সব ম্যাচেই দারুণ লড়াই করেছে টাইগাররা। দলের ভেতর দীর্ঘদিন ধরে চলা নানা সমস্যা সমাধান করতে চান তিনি। কোচিং লাইনে নিয়ে আসতে চান পরিবর্তন। এজন্য উঠে পড়ে লেগেছে সংস্থাটি।