বি৭১নি ডেস্ক :
জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল পাত্তা পায়নি আফগানিস্তান ‘এ’ দলের কাছে। টানা দুই ম্যাচে হেরেছেন মিথুন-সাব্বিরদের নিয়ে গড়া বাংলাদেশের যুবাদের দল। চট্টগ্রামে পরপর দুই ম্যাচে হারের স্বাদ নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে যাচ্ছেন জাতীয় দলের চার ক্রিকেটার।
আজ সোমবার দুপুরে ঢাকা ত্যাগ করেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে থাকা মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও ফরহাদ রেজা। এই চারজন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে থাকার কারণে তামিমদের সঙ্গে যেতে পারেননি। এর আগে তামিম-মুশফিকরা শনিবার দেশ ত্যাগ করেন।
ফরহাদ রেজাকে মাশরাফির পরিবর্তে দলে ডাকা হলেও বাকি তিনজন প্রথম ঘোষিত স্কোয়াডে ছিলেন। আগামীকাল শ্রীলঙ্কান প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২৬ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।