• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন ৩ অক্টোবর

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :: গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর বুধবার এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন। উল্লেখ্য, গত ৩১ মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।