বি৭১নি ডেস্ক :
বিশ্বকাপের শেষ ম্যাচ খেললেও এখনই অবসরের প্রসঙ্গটি নাকচ করে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০২৩ সালে ভারতের বিশ্বকাপ। মাশরাফি ব্যাটন দিয়ে গেছেন তামিম, মাহমুদউল্লাহ, সাকিব ও মুশফিকের হাতে। এই বিশ্বকাপে সাকিব ৬০৬ রান ও ১১ টি উইকেট নিয়েছেন।
গতকাল শুক্রবার পাকিস্তানের কাছে হারের পর মাশরাফী বলেছেন, ‘ সাকিবের জন্য খারাপ লাগছে। ও যেভাবে খেলেছে এতে করে এই দলের সেমিফাইনালে খেলা উচিত। তবে আগামী বিশ্বকাপে এই চারজন খেলবে বলে আশা করি। বলা মুশকিল। বিশ্বকাপ খেলতে ভাগ্য লাগে। ভারতের মাটিতে যদি বিশ্বকাপ হয়, আমি হয়তো থাকবো না, তবে বাংলাদেশ ফেবারিট থাকবে।’
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশ নন অধিনায়ক। তিনি মনে করেন, বাংলাদেশ ভারতের ম্যাচটিতে জিততে পারলে একরকম লক্ষ্য থাকতো। আর পাকিস্তানের সঙ্গে জিতলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পঞ্চম হওয়ার সুযোগ থাকতো।
মাশরাফী কাল সংবাদ সম্মেলনে আসেন। আগের চেয়ে বেশ প্রানবন্ত তিনি। অপ্রিয় প্রশ্নটি চলেই আসল। ভবিষ্যত পরিকল্পনা কি? মাশরাফি বললেন, ‘এখন দেশে ফিরে যাবো। তারপর আবার ভেবে দেখবো (অবসর)। এখনই বলতে পারছি না।’ তিনি যে আরও কিছুদিন দলের সাথে আছেন সেটা বোঝা যাচ্ছে বেশ।
চার নম্বর বিশ্বকাপ খেলে ফেললেন মাশরাফী। নিজের পারফরম্যান্স এই বিশ্বকাপে ভাল না। ৮ ম্যাচে ১ উইকেট তার। মাশরাফি বলেন, ‘ আমরা চেষ্টা করেছি। এখন বাকিটা ভাগ্য।’
শাহেনশাহ আফ্রিদি দুর্দান্ত বোলিং করেছেন। মাশরাফী তার প্রশংসা করেছেন। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে তার চিন্তা রয়েই গেছে। দিন শেষে তিনি আশা করছেন, সামনের বিশ্বকাপে বাংলাদেশ আরও দৃঢ় প্রদীপ্ত হয়ে ফিরে আসবে।
৩১৫ রানের জবাবে বাংলাদেশ শেষ ২২১ রানে। মাশরাফী বিশ্বকাপের শেষ দিনেও সবাইকে রক্ষা করে গেলেন। শুধু প্রশংসা ও সবার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে চলে গেলেন প্রেস কনফারেন্স রুম ছেড়ে।