• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

একমেবাদ্বিতীয়ম সাকিব আল হাসান

bijoy71news
প্রকাশিত জুন ২৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আর কী বিশেষণে তাকে আখ্যায়িত করা যায়? শব্দভা-ার তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যাচ্ছে না! তার একের পর এক রেকর্ড-বন্যার স্রোতে সব বিশেষণই যেন ভেসে গেছে। তবে এটা বলতেই হবে-বিশ্বকাপে সাকিব আল হাসান এক বিস্ময়ের নাম, যার জাদুকরি পারফরম্যান্সে অবাক পৃথিবী তাকিয়ে রয়। সুপার হিরো সাকিবেই প্রত্যেক বাঙালির স্বপ্নগুলো লাল-সবুজের পতাকার মতোই পতপত করে উড়ছে। বিস্ময়কর সাকিবেই আনন্দের ভেলায় ভাসছে বাংলাদেশ।
দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের স্বীকৃতি অনেক আগেই আদায় করে নিয়েছেন তিনি। এবার বিশ্ব ক্রিকেটেও কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করে চলেছেন সাকিব। কেননা বিশ্বকাপ ইতিহাসের অনন্য কীর্তিমান যে তিনি। কপিল দেব, ইয়ান বোথাম থেকে শুরু করে জ্যাক ক্যালিস, জয়সুরিয়া-যারাই আগে বিশ্বকাপ মাতিয়েছেন, তাদের কেউই এমন রেকর্ড গড়তে পারেননি। বিশ্বকাপের ইতিহাসে এক হাজার রান ও ৩০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের পোস্টারবয়। সাকিবের সংগ্রহ এখন ১,০১৬ রান ও ৩৩ উইকেট। এর আগে বিশ্বকাপে অন্তত ৯০০ রানের সঙ্গে ২৫ উইকেট নিতে পেরেছেন মাত্র দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও শ্রীলংকার সনাথ জয়াসুরিয়া।
তিনটি বিশ্বকাপে (১৯৮৭, ১৯৯২ ও ১৯৯৯) মোট ৩৩ ম্যাচ খেলে ৯৭৮ রানের সঙ্গে ২৭ উইকেট পেয়েছিলেন ওয়াহ। জয়াসুরিয়া পাঁচটি (১৯৯২-২০০৭) বিশ্বকাপে ৩৮ ম্যাচ খেলেছেন। ১,১৬৫ রানের পাশাপাশি বাঁহাতি স্পিনে পেয়েছেন ২৭ উইকেট। তবে সাকিব ২৭ ম্যাচ খেলেই ছাড়িয়ে গেছেন তাদের। বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্ম তার। রানের ফুলঝুরি ছড়িয়ে যাচ্ছেন। বোলিংয়েও আগুনে ফর্ম। ঘূর্ণিজাদু দেখিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়লেন সাকিব। শুধু তা-ই নয়, কপিল দেব ও যুবরাজ সিংদের সঙ্গে একই তালিকায় নাম লেখালেন।
একই বিশ্বকাপে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের নজির দেখালেন সাকিবও। যুবরাজ সিংয়ের পর একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে একই ম্যাচে হাফসেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়ার কীর্তিও গড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিং করেন সাকিব। ১০ ওভারে একটি মেডেনসহ ২৯ রান দিয়ে ৫ উইকেট পান। আগে তার সেরা বোলিং ফিগার ছিল ৫/৪৭। বোলিংয়ে কৃতিত্ব দেখানোর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন সাকিব; ছাড়িয়ে যান ভিভ রিচার্ড (১,০১৩), সৌরভ গাঙ্গুলি (১,০০৬) ও মার্ক ওয়াহকে (১,০০৪)।
বিশ্বকাপের ইতিহাসে ১৩তম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের এলিট ক্লাবে জায়গা করে নিলেন সাকিব। বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় শীর্ষ স্থানও ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে স্বপ্নের মতো শুরু। এর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের দারুণ ইনিংস উপহার দেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথাক্রমে-১২১ ও ১২৪* রানের দুটি সেঞ্চুরির ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান আসে।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে আরেকটি পঞ্চাশোর্ধ্ব (৫১) ইনিংস খেলেন। ৭ ম্যাচ খেলে বিশ্বকাপে এখন সর্বোচ্চ ৪৭৬ রান সংগ্রাহক সাকিব। চোখ ধাঁধানো ব্যাটিং উপহার দিয়ে নিজেকে সবার চেয়ে আলাদা করেই রাখছেন তিনি। ব্যাটিং ও বোলিংয়ে নিজের যেমন আলাদা করে রাখছেন, তেমনি দেশের সম্মানও উঁচুতে নিয়ে যাচ্ছেন। সাকিব বাংলাদেশের অহঙ্কার! সাকিব আরও এগিয়ে যাও এবং দেখিয়ে দাও পৃথিবীকে যে, আমরাও পারি!