বি৭১নি ডেস্ক :
সাউদাম্পটনে বোলিং করতে নেমে সুবিধা করতে পারছেন না মাশরাফী-মোস্তাফিজরা। ইনিংসের শুরু থেকেই আফগান ওপেনাররা ছড়ি ঘোরাতে থাকেন টাইগার বোলারদের ওপর। প্রথম ১০ ওভারে কোনো উইকেটের দেখা না পাওয়ায় মাশরাফী আক্রমণে নিয়ে আসলেন সাকিবকে। এসেই তিনি উইকেট তুলে নিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১১ ওভারে এক উইকেট হারিয়ে ৪৯ রান। ক্রিজে আছেন গুলবাদিন নাইব (১৫) ও হাশমতুল্লাহ শাহীদী (০)।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে আফগানিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। সাকিব-মুশফিকের দুর্দান্ত ইনিংসের সঙ্গে মোসাদ্দেক হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানদের ২৬৩ রানের চ্যালেঞ্জ দেন মাশরাফীরা। সাউদাম্পটনের এই মাঠেই এর আগের ম্যাচে ভারতের দেওয়া ২২৪ রানের টার্গেট খেলতে নেমে আফগানরা হারে ১১ রানে।