• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে আদালতে পিটিশন!

bijoy71news
প্রকাশিত জুন ১৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
এবারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। ফলে আসরের মাঝপথেই সরফরাজদের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে। প্রিয় দলের এমন করুণ পরিণতির জন্য চটেছেন পাকিস্তানের সমর্থকরা। পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে এবার আদালতে দাবি জানিয়েছেন এক সমর্থক। এরই মধ্যে পিটিশন দাখিল করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটারদের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে দেশটির গুজরানওয়ালা সিভিল আদালতে পিটিশন করেছেন সেই সমর্থক। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাহীন ক্রিকেটের জন্য ইনজামাম-উল-হকসহ নির্বাচক প্যানেলকে নিষিদ্ধের দাবি করেছেন তিনি।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন আদালত। দলের দুঃসময়ে অস্বস্তির ঘোরে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও। কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ আহমেদের ওপর ক্ষেপেছে বোর্ড। শিগগির জরুরি বৈঠক ডেকে বড় কোনো রদবদলের ঘোষণা দিতে পারে কর্তৃপক্ষ।
আবারের বিশ্বকাপ আসরের হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে চমকের জন্ম দিয়েছিলো পাকিস্তান। কিন্তু বাকি চার ম্যাচের তিনটিতেই হেরে বিতর্কের জড়ান সরফরাজ-সোয়েবরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষিত হয়। সর্বশেষ ভারতের টসে জিতে ফিল্ডিং নিয়ে সমালোচনায় পড়েন পাকিস্তানি ক্রিকেটাররা। প্রিয় দলের এমন মলিন পারফরম্যান্সে ক্ষিপ্ত সমর্থকরা।
কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের নাগরিকরা।