• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজনৈতিক দলের অফিসে আগুনের বিরুদ্ধে আমরা: রিজভী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
রাজনৈতিক দলের অফিসে আগুনের বিরুদ্ধে আমরা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি আমরা দেখলাম ঢাকা ও খুলনায় কিছু রাজনৈতিক দলের অফিসে আগুন লাগানো হয়েছে। আমরা সম্পূর্ণ এর বিরুদ্ধে। আমরা সম্পূর্ণভাবে এর তীব্র নিন্দা জানাই।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের (৪৯) বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি আসমা বেগমের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা অপরাধ করছে না, যারা মানুষকে আক্রমণ করছে না, সামাজিক শৃঙ্খলা বিঘ্ন ঘটাচ্ছে না, তাদের ওপর আক্রমণ করে যদি শান্তি শৃঙ্খলা নষ্ট করা হয় এটা কাম্য নয়। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি এবং আদর্শ নয়।